গোলাম রসুল বাঘারপাড়া,জামদিয়া(বাঘারপাড়া):– যশোরের বাঘারপাড়া উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়ন পরিষদে ২৮ ডিসেম্বর ২০২৩ ইং জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর শ্রেষ্ঠ অবদান রাখার জন্য উদ্যোক্তা ও গ্রামপুলিশদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্র পরিষদের সচিব মো.ওবায়দুর রহমানের সভাপতিত্বে মো.খাইরুল হাসান খান হিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বার বার নির্বাচিত চেয়ারম্যান মো.সবদুল হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাঠান পাইকপাড়ার চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মো.কহিনুর আলম। এছাড়া এসময় দর্শকসারীতে আরও উপস্হিত ছিলেন এ ইউনিয়ন পরিষদের মেম্বর ১নং ওয়ার্ডের মো. বাবুল হোসেন,২ নং মো.মফিজুর রহমান, ৩ নং মফিজুর রহমান, ৪ নং হাফিজুর রহমান, ৫ নং বাবু কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, ৬ নং মো. মহর আলী বিশ্বাস, ৭ নং মো. মাহাবুর রহমান, মো. নান্নু মোল্লা, ৯ নং মো. শফিয়ার রহমান, ১০ নং মোছাঃ জোবাইদা খাতুন, ১১ নং মোছাঃ শাহানাজ বেগম, ও ১২ নং মোছাঃ রুমা খাতুন।আজকের এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সবদুল হোসেন খান পুরষ্কার প্রাপ্তদের উদ্দেশ্য বলেন আমাদের পরিষদের গ্রাম পুলিশরা যদি এ ভাবে তাদের কার্যকলাপ ধারাবাহিক ভাবে চালতে থাকে তাহলে আমাদের উপজেলার শ্রেষ্ঠাত্ব আগামীতে কেউ সিনিয়ে নিতে পারবে না এবং সেই সংগে আমার পরিষদের সচিব ও উদ্যোক্তা আন্তরিক ভাবে তাদেরকে সহযোগিতা করে। সর্বশেষ প্রধান অতিথি উদ্যোক্তা ও গ্রাম পুলিশদের হাতে তাদের সম্মাননা ক্রেষ্ট তুলেদেন।
রাতদিন ডেস্ক/জয়-০৮







