Saturday, December 6, 2025

পথচারীদের দিকনির্দেশনায় বোর্ড স্থাপন হচ্ছে বাঘারপাড়ার জামদিয়ায়

গোলাম রসুল,জামদিয়া(বাঘারপাড়া):- দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনগুরুত্বপূর্ণ সড়ক বেনাপোল- ঢাকা ভায়া পদ্মাসেতু।এ মহাসড়কের যশোর অংশের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ধলগারাস্তা মোড়ে স্থাপিত হচ্ছে পথচারীদের চলাচলের সুভিধার্থে দিকনির্দেশনা বোর্ড। তার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিসি)র সার্বিক তত্বাবধানে আনা হয়েছে প্রয়োজনীয় উপকরণ। অতিশিগ্রই পথচারীরা এর সুফল পেতে যাচ্ছে। আজ ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার সকালে সড়ক ও পরিবহন সংশ্লিষ্টরা এ সমস্ত নির্মান সামগ্রী পরিবহনযোগে এনে ফেল্লে স্থানীয় উৎশুকজনতা দেখার জন্য ভীড় করে।ধলগারাস্তা মোড়ে এলে রাজধানীসহ দেশের কোনঅঞ্চের কত দুরত্ব সব একনজরে জেনে নেওয়া যাবে। এটাও স্মার্ট বাংলাদেশের উন্নয়ন। অনেক সময় পথচারীদের ভুলদিকনির্দেশনা দেয় একশ্রেনীর অসৎ মানুষ এখন আর সেই ভোগান্তির শিকার হতে হবে না। এছাড়াও এ বোর্ডে বৈদ্যতিক চলমান মনিটর থাকবে যাতে করে সল্প লেখাপড়া মানুষ জেনে নিতে পারবেন তাদের গন্তব্যে জায়গার দুরত্ব ও যাতায়াতের পরিবহনের ঠিকানা।

রাতদিন ডেস্ক/জয়-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর