Saturday, December 6, 2025

ধান শুকানোর জন্য ৬টাকায় রোদ কিনে উপকার পাচ্ছে বাঘারপাড়া অঞ্চলের মানুষ

গোলাম রসুল,(বাঘারপাড়া) জামদিয়া:- অবিশ্বাস্য হলেও সত্য যশোরের বাঘারপাড়া উপজেলার নিভৃত পল্লীতে, এক উদ্যোক্তা সাধারণ মানুষের কথা চিন্তা করে মহৎ এক পরিকল্পনা হাতে নিয়েছেন। যাতে গ্রামের অসহায় মানুষের কষ্ট কম হয় তার জন্য তিনি নিজের ১ একর জমির উপর গড়ে তুলেছেন চাতাল। যেখানে এই শীত মৌসুমে সূর্যের আলো বেশী পাওয়া যায়। ঠিক সেই রকম সুবিধাজনক জায়গা উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের ফলজ ও বনজ গাছে ঘেরা বারভাগ গ্রাম। এ গ্রামের সম্ভ্রান্ত মোল্যা পরিবারের সন্তান প্রবাসী মো.নুরুজ্জামান মোল্লা এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে পাকা চাতাল তৈরি করেন। যেখানে সূর্য উদয় থেকে অস্ত যাওয়া সময় পর্যন্ত সূর্যের আলো থাকে। এ চাতালে এক মন ধান রোদে শুকাতে, রোদের মূল্য নির্ধারন করেছেন মাত্র ৬ টাকা এবং সেই সংগে চাউল তৈরি করার যাবতীয় সুযোগ ও সুবিধাও রয়েছে। সরেজমিনে গিয়া কথা হয় এক মা বয়সী আন্টির সংগে তিনি বললেন নুরুজ্জামান যদি চাতাল তৈরি না করত তাহলে আমাদের কত কষ্ট হত।

বাড়িতে গাছ গাছালির জন্য রোদ পাওয়া যায় না এ শীত কালে। তাই বাড়িতে ধান সিদ্ধ করে রোদে শুকাতে এখানে এনেছি এবং শুকনো শেষে এ মিল থেকে চাউল তৈরি করে এক বারে ঘরে নিয়ে যাব। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ হলে এ চাতালে সকল রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এখন আমাদের গ্রামের কৃষি ফসল শুকনোর অনেকটা সহজ করে দিয়েছে মোল্লার চাতাল। নাম মাত্র টাকা নিচ্ছে কিন্তু সুভিধা দিচ্ছে বেশী। আন্টি এও বললেন আমার মত আরও ৭/৮ জন এখানে ধান শুকানোর জন্য এসেছে। শুধু ধান না অন্যান্য উৎপাদিত কৃষিজাত পন্য নিয়ে এসেছে। কৌতুক করে বললাম চাচী ৬ টাকায় রোদ কিনে উপকার হচ্ছে? চাচী একটু হেসে বললেন হ্যা বাবা। খোঁজ খবর নিয়ে জানা গেল মোল্লার চাতালের মত উপজেলার জামদিয়া ইউনিয়নের দত্তরাস্তা নামক স্থানে মো.মশিয়ার বিশ্বাসের চাতালেও ৫ টাকায় রোদ বিক্রি হচ্ছে এবং ৮ বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা বাজারে কয়েকটি চাতালে একই কায়দায় সূর্যের আলো ও চাতাল ভাড়ায় চলছে এতে গনমানুষের অনেক উপকার হচ্ছে। চাতালে অনেকের সংগে কথা হয়েছে কিন্তু কাহারও কোন অভিযোগ নেই বরঞ্চ অনেকেই সাধুবাদ জানাচ্ছে চাতাল কতৃপক্ষকে।আমাদের সমাজে যদি এরকম আরও নুরুজ্জামান মত সুচিন্তিত নুরুজ্জামান হত তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে বেশি বেগ পেতে হত না।

রাতদিন ডেস্ক/জয়-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর