সাতক্ষীরা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরাবাসীর কাছে নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ ভোট চেয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জেলা উপজেলা সকল নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জননেত্রী শেখ হাসিনা।
তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যা, টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে।’ তার জন্য আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকা প্রতীক কে জয়ী করে আবারও অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দিবেন।
জনসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা শুনছিলেন তখন নজরুল ইসলামের বক্তব্য শেষে দলীয় নেত্রীর কাছে গান শোনানোর প্রস্তাব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভিন রত্মার কণ্ঠে প্রার্থনা করেন। তারপর এক সাগর রক্তের বিনিময়ে এই গান শুনে গানের মাধ্যমে সকল শহীদদের প্রতি স্মরণ করে এবং তাকে গানের প্রশংসা করে ভার্চুয়ালি সভা শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী সকল সদস্যবৃদ, সাতক্ষীরা-১.২.৩ আসনের নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীরা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতিলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।







