Friday, December 5, 2025

দেশবাসীকে ভোট প্রদানে বিরত থাকার আহ্বান জামায়াতের

ভার্চ্যুয়াল সংবাদ:-নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার রাতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে বলেন। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুজিবুর রহমান দাবি করেন, গত ১৫ বছর যাবত সরকার দলীয় লোকজন জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে দিয়েছে।

স্বাভাবিকভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে নির্বাচিত হওয়া সম্ভব না দাবি করে তিনি বলেন, ‘বিরোধীদল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকার শুরু থেকেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আসছে।’

তিনি বলেছেন, ‘এক রাতের মধ্যেই বিরোধীদলের নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল।বিরোধীদলের ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। তারা সুচিন্তিত ভাবেই এসব কাজ করেছেন।

এ সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমির নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলা, ভোটদান থেকে বিরত থাকা, সরকারকে সহযোগিতা না করা, সরকারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে দেশবাসীকে আহ্বান জানান।

এ সময় তিনি ২১ থেকে ২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ পালনে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

ডেস্ক রিপোর্ট/জয়-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর