Saturday, December 6, 2025

বাগেরহাটে ঘেরের পাড় থেকে মাছ চাষীর লাশ উদ্ধার

জেলার চিতলমারী উপজেলার আড়ূয়াবর্নি চরপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে ফরিদ উদ্দিন শেখ (৫৫) নামের একজন মাছ চাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চিতলমারী থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফরিদ শেখের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে।

ফরিদ শেখ স্থানীয় আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার রোকন উদ্দিনের ছেলে।

পরিবার জানায়, বুধবার রাতের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে সামান্য দূরে মাছের ঘেরে যান। বৃহস্পতিবার ঘেরের পাড়ে তার মরদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশ এসে মরদেহের সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, উদ্ধার হওয়া মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। পরিবারেরও কোনো অভিযোগ নাই। ধারলা করা হচ্ছে ঘের পাহারা দিতে গিয়ে শীতজনিত কারণে তিনি হয়তো ষ্ট্রোক করে মারা গেছেন। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

-বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর