Saturday, December 6, 2025

ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

আফজাল হোসেন চাঁদ: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্যসন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শিখা প্রজ্বলন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ওয়াপদাহে শিখা প্রজ্বলনের আয়োজক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে জাতিকে মেধাশূন্য করার জন্যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হত্যাকান্ডে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম রুবেল রানা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াাকত আলী, উপজেলা প্রশাসন, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্পকলা একাডেমীর কর্মকর্তা-কর্মচারী ও সংস্কৃতি কর্মীবৃন্দ।

শিখা প্রজ্বলনের পর উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর