মোঃ জাকির হোসেন, কেশবপুর : আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে নৌকার মাঝি বিপক্ষে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৩, জাতীয় পার্টি ১ ও জাকের পার্টি ১ জন সহ ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমাপ্রদান করেন। ৩০নভেম্বর নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তুহিন হোসেনের নিকট আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্র জমাদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফফিজুর রহমান মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। একই দিন বিকেলে আওয়ামিলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, জাতীয় পার্টির প্রর্থী জি এম হাসান, জাকের পার্টির প্রার্থী সাহেদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা তুহিন হোসেনের নিকট মনোনয়নপত্র জমাদেন। দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়নপত্র জমাদেন আওয়ামিলীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম। অন্যদিকে আওয়ামিলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৭নভেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে মনোনয়ন দেওয়া হয় বর্তমান এমপি শাহীন চাকলাদারকে। দলীয় হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। যারা মনোনয়নপত্র জমাদেন তাদের মধ্যে আওয়ামিলীগের ডামি এইচ এম আমির হোসেন ও খন্দকার আজিজ। উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে। নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্রে ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাতদিন ডেস্ক/জয়-১৭







