Saturday, December 6, 2025

মাগুরা-১ আসনে সাকিব আল হাসানের মনোনয়নে উচ্ছ্বাস

তাছিন জামান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এই খবর ছড়িয়ে পড়ার পর সাকিবের বাড়ি এবং আশেপাশের এলাকায় উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকেরা আনন্দ মিছিল করে সাকিবের বাড়িতে গিয়ে মিষ্টি বিতরণ করেন।

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগ কর্মী মিজানুর রহমান হাসান বলেন, “আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সাকিবকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সাকিব একজন বিশ্বখ্যাত ক্রিকেটার। তিনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান। তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।”

জেলা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান বলেন, “আমি নিজেও একজন প্রার্থী ছিলাম। কিন্তু দলীয় সভানেত্রী সাকিবের উপর আস্থা রেখেছেন। সে বিশ্বখ্যাত ক্রিকেটার। আমরাও তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।”

সাকিব আল হাসানের বাবা (সাবেক ব্যাংকার ও ফুটবলার) মাশরুর রেজা কুঠিল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আমরা খুশি হয়েছি। পরিবারের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”

সাকিব আল হাসান মাগুরা জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের কুঠিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর থেকে তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর