Saturday, December 6, 2025

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ৩ শ্রমিকের

চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)।  নিহত সবাই কর্ণফুলী গ্যাস লাইনের কাজে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ঘটনাস্থলে দুই জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায়  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারলেস এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। তাদের লাশ থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট/জয়-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর