Saturday, December 6, 2025

কেশবপুরে নাশকতা ও ওয়ারেন্টের চারজন আসামী আটক

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ ২১ নভেম্বর রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা ও ওয়ারেন্টের চারজন আসামী আটক করেছে।

আটককৃতরা হলেন মজিদপুর গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে রফিক (৫৩), মঙ্গলকোট গ্রামের মৃত শহর আলী মোড়ের ছেলে রফিকুল ইসলাম (৫২), সাতাশকাটি গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল আলিম শেখ (৪০), বালিয়ডিাঙ্গা গ্রামের আফসার আলী গাজীর ছেলে হারুনা রশিদ (৩৫)।

থানার ডিউটি অফিসার এ আই জুয়েল রানা জানান, নাশকতা মামলার আসামী রফিক ও রফিকুল ইসলামকে কেশবপুর পৌরসভা এলাকার চৌরাস্তা থেকে এবং ওয়ারেন্টের আটককৃত আব্দুল আলিম শেখ ও হারুনা রশিদকে কেশবপুর-ঝিনাইদহ মহাসড়কের বালিয়ডিঙ্গা এলাকা থেকে আটক করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর