মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৮ নভেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৯০যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে প্রথম দিন দুই জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে। তারা হলেন যশোর জেলা পরিষদের সুযোগ্য সদস্য খন্দকার আব্দুল আজিজ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, যার বাছাই কার্যক্রম চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। শনিবার সকালেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার শুরু হওয়া এই মনোনয়ন বিক্রি ও জমার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।
রাতদিন ডেস্ক/জয়-১০







