Saturday, December 6, 2025

কেশবপুরে বিএনপির এক ইউপি চেয়ারম্যান সহ ৫নেতা কর্মী আটক

মোঃ জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর থানা পুলিশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা বাবু (৫০) কে ১১ নভেম্বর সন্ধায় ডিবি পুলিশ আটক করেন। সূত্র জানায় তাকে কেশবপুর থানায় পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের জবেদ আলী গাজীর ছেলে। একই মামলায় ১২ নভেম্বর উপজেলা কেশবপুর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের রহমত আলি বিশ্বাসের ছেলে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস(৫০), ত্রিমোহিনী মোড়ের বাসিন্দা উপজেলা স্বে”েছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও দলিল লেখক হাফিজুর রহমান হাফিজ (৪০), মজিদপুর ইউনিয়নের কুশোলদিয়া গ্রামের মোবারেক মেম্বরের ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল আসাদ (৪৫),সাগরদাঁড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জহুরুল মাষ্টারের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাইছুজ্জামান লিটু (৩৫) কে আটক করা হয়েছে। থানার ওসি তদন্ত জহুরুল আলম সাংবাদিকদের জানান নাশকতা মামলার আসামি হিসেবে এদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে বিএনপির দলীয় সূত্র জানায় উপজেলার একটি পৌর সভা ও ১১টি ইউনিয়নের মধ্যে ৩ জন বিএনপির দলীয় নেতা হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ব্যাপক ভোটের ব্যবধানে। তারা এলাকার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। সেই তিন চেয়ারম্যানকেই পরিকল্পিত ভাবে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

রাতদিন ডেস্ক/জয়-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর