Saturday, December 6, 2025

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে মোরেলগঞ্জে আনন্দ মিছিল

মোরেলগঞ্জ, বাগেরহাট: আগামী ১৩ নভেম্বর খুলনায় সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, যুবলীগের উপজেলা আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

মিছিলে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির রূপকার। তার আগমন উপলক্ষে আমরা আনন্দিত ও উদ্বেলিত।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা সার্কিট হাউজ ময়দানে যে জনসভা অনুষ্ঠিত হবে তা হবে স্বাধীনতা পরবর্তী সময়ে খুলনায় অনুষ্ঠিত সবচেয়ে বড় জনসভা। এই জনসভায় প্রধানমন্ত্রী খুলনার উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে তারা আশা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর