সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে সোমবার খুব সকালে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের তিনটি সরকারি কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
এরপর কলেজ কর্তৃপক্ষ এসে তালা ভেঙে কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিরা ক্যম্পাসে প্রবেশ করেন।যশোর জেলা বিএনপির মিডিয়া সেলে বলা হয়েছে, সোমবার খুব সকালে অবরোধের সমর্থনে শহরের তিনটি সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় জেলা ছাত্রদলের নোতাকর্মীরা। এসময়ে তারা সরকারি সিটি কলেজ, সরকারি এমএম কলেজ ও সরকারি পলিটেকনিক কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। যাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা কলেজে প্রবেশ করতে না পারে। এরপর সকাল ৯টায় কলেজ কর্তৃপক্ষ গেটে তালা মারা দেখতে পেয়ে ভেঙে শিক্ষার্থীদের কলেজে প্রবেশের ব্যবস্থা করে দেন। এছাড়া, অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহরতলীর বিভিন্ন সড়কে ও শার্শায় বিক্ষোভ মিছিল করে। এসময়ে ছাত্রদল নেতৃবৃন্দ শার্শায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
অনলাইন ডেস্ক/জয়-০১







