লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চতুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ অক্টোবর) বিকালে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন,গত ২৮ অক্টোবর বিএনপি- জামাতরা পুলিশ সদস্য কে নির্মম ভাবে হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর,রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, গাড়ি পোড়ানো এবং দেশব্যাপী বিএনপি – জামাতের সড়ক অবরোধ – আনন্দোলনের নামে ভাংচুর, হত্যা,অগ্নি- সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আমরা আওয়ামী যুবলীগ, একতাবদ্ধ হয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আবার ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতারা বিএনপি জামাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বক্তব্য দিয়ে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
রাতদিন ডেস্ক/জয়-০৬







