Friday, December 5, 2025

দেশে ফিরেই স্বাস্থ্যবিধি ভঙ্গ সাকিবের

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরনের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডার ফিরবেন ক্রিকেটে। টুর্নামেন্ট খেলতে শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে কাতার এয়ারওয়েজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন তিনি।যদিও দেশে ফেরার পর ২৪ ঘণ্টা না পেরোতেই গুলশানের একটি সুপারশপের ফিতা কাটার অনুষ্ঠানে যোগ দেওয়ায় এই অলরাউন্ডারকে ঘিরে অস্বস্তিও কম ছড়ায়নি। কোয়ারেন্টিনের নিয়ম না মেনেই যে জনসমাগমে গিয়েছিলেন তিনি! অথচ গত সপ্তাহেই বিদেশফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগের মতোই ১৪ দিনের কোয়ারেন্টিন করার বাধ্যবাধকতাও বহাল এখনো। এই অবস্থায় সাকিবের ভোররাতে দেশে ফিরে দুপুরেই কোনো প্রতিষ্ঠানের উদ্বোধনীতে যাওয়ার খবর শুনে ভালোভাবে নিতে পারেননি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক শাহলিনা ফেরদৌস।তিনি বলেন, সাকিব এটি একদমই ঠিক কাজ করেননি। এ রকম করা যায় না। কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ওনার ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা।এই সুযোগে বিদেশফেরতদের জন্য অবশ্যই পালনীয় স্বাস্থ্য নির্দেশনাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন, বিমান, নৌ বা রেল, যে পথেই কেউ দেশে ফিরুন না কেন, তার কাছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও তিনি বাসায় যাবেন, কিন্তু বের হতে পারবেন না। হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক।প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর দেশে ফিরে পরদিনই অনুশীলনে যোগ দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এর আগে করোনা পরীক্ষা করিয়ে ‘নেগেটিভ’ হয়েছিলেন তিনি। নেপাল ম্যাচ সামনে রেখে বিদেশি কোচ ও দেশের বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য এ বিষয়ক বিশেষ ছাড়পত্রও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়ে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিদেশি কোচদের একই প্রক্রিয়ায় আগেভাগে অনুশীলন তদারকিতে নেমে যাওয়ার অনুমোদন নিয়েছিল। সাকিবের ক্ষেত্রে সে অনুমোদন এখনো নেওয়া হয়নি।হয়নি যখন, তখন সাকিবের সুপারশপের উদ্বোধনীতে যাওয়ার দায়িত্বও নিচ্ছে না বিসিবি। এ বিষয়ে ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান বলেন, এ মুহূর্তে আমাদের ক্রিকেটাররা বায়ো-বাবলের (জৈব সুরক্ষা বলয়) মধ্যে নেই। কাজেই সাকিব কোথায় যাবে বা না যাবে, সেটি একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। সে তার নিজ দায়িত্বে গিয়েছে। আমরা এর দায়িত্ব নিচ্ছি না।যদিও সাকিবকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া প্রতিষ্ঠান ইউনিলাইফের চেয়ারম্যান খালেদুর রহমানের দাবি, তারা স্বাস্থ্যবিধি ভাঙেননি।তিনি বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে আমাদের মৌখিকভাবে জানানো হয় যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা নেই। বিষয়টি সাকিবকে জানানোর পরই উনি আসতে সম্মতি দেন।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর