Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় আরশাদ পারভেজের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুমন পারভেজ বাঘারপাড়া অফিস: সোমবার যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের পক্ষে, বিএনপি জামাতের শান্তি সমাবেশের নামে অগ্নি সংযোগ , সন্ত্রাস,সাংবাদিক, পুলিশ,আনছার হত্যা,অকারনে হরতালসহ দেশ বিরোধী চক্রান্ত লিপ্ত হওয়ার প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে উপজেলার মহিলা ডিগ্রী কলেজ মাঠ থেকে বিশাল মিছিল বের হয়।এদিন উপজেলা আওয়ামীলীগ নেতা বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, কৃষি বিদ এনায়েত হোসেন লিটন,মিছিলটি উপজেলা চৌরাস্তা বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয় । প্রতিবাদ গণমিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বকুল, উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন,উপজেলা সৈনিক লীগ নেতা জাহিদুল ইসলাম পলাশ, বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,মাজহারুল ইসলাম তুরকি,মনিরুজ্জামান মনু, সজিব হোসেন আবুজর গিফারি,ছাত্রলীগ নেতা সালমান হোসেন, ঝলক হোসেন, মুজাফ্ফার হোসেন প্রমুখ।

রাতদিন ডেস্ক/জয়-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর