বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বিএনপি জামাতের হামলায় পুলিশ সদস্য নিহত ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদসহ হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ।
রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাঘারপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে সকাল থেকেই আওয়ামীলীগ নেতা বিপুল ফারাজীর নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপজেলা সদরে অবস্থান নেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা
আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, ও ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,ছাত্রলীগ নেতা সাদ খান হিমেন ও শাহরিয়ার তামিম, ফিরোজ হাসানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।







