Tuesday, April 30, 2024

যশোরে বৃদ্ধাশ্রমে অসহায় মা-বাবাদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার

- Advertisement -

ছেলে মেয়ে খোঁজ-খবর নেয়না। ঈদের দিন দেখাও করতে আসে না। সেই ছেলের ঘরে কিভাবে যায় ” অভিমান ভরা গলায় কথাগুলো বলছিলেন ৬৫ বছর বয়সী এক নারী । যা মনোযোগ সহকারেই শুনছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার।
তার মত আরও অসংখ্য মানুষের এখন ঠিকানা যশোর শহরের মুজিব সড়কের রোটারী কেনায়েত আলী আনোয়ারা খাতুন ওল্ড হোম ।
ঈদ এলেই বিষাদ নেমে আসে এ মানুষগুলোর জীবনে, জল নেমে আসে দুই চোখ বেয়ে। হাতড়ে বেড়ান পুরনো স্মৃতি। তাদের ঈদ উৎসব কাটে পরিবারকে কাছে না পাওয়ার কষ্ট-অভিমান বুকে চেপে। তবে, এবার সে কষ্ট দুর করতে তাদের পাশে দাড়িয়েছে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার। ঈদের দিন দুপুর বারোটায় তিনি বিভিন্ন ধরণের খাবার নিয়ে হাজির হয়েছেন সেখানে। পরে নিজ হাতেই সেই খাবার পরিবেশন করেছেন। একই সাথে সকলের হাতে নতুন কাপড় তুলে দিয়েছেন। এসময় তিনি সার্বিক বিষয়ে খোজ খবর নেন তিনি।
ফাতেমা আনোয়ার বলেন, বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের অসহায়ত্ব আর একাকীত্ব ঘুচিয়ে মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিরলস কাজ করছেন । সে কারণেই তার এ আয়োজন। তিনি বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের নিয়মিত খোঁজ খবরের সাথে সাথে তার সামর্থ অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত