Tuesday, April 30, 2024

অমিতসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ

- Advertisement -

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিক্ষোভ সমাবেশে করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিচারহীনতার সাংস্কৃতি চালু করেছে। সে কারণেই অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল নেতা-কর্মীকে কারারবণ করতে হয়েছে।

তারা বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি করে অনিন্দ্য ইসলাম অমিতকে জনতার আন্দোলন থেকে দাবিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা আরও বলেন, কিন্তু বিএনপিকে নিশ্চিন্ন করা সহজ নয়, কারণ বিএনপির সাথে জনগণ আছে। বিএনপি জনগণের কল্যাণে রাজনীত করে। বিএনপির নেতৃত্বে বর্তমান শেখ হাসিনার সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

বক্তারা অবিলম্বে অনিন্দ্য ইসলাম অমিত, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় খুলনা বিভাগের সমগ্র জনগণকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে মুক্ত করার হুশিয়ারি দেন বক্তারা।
জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাড.মো.ইসহক, গোলাম রেজা দুলু, মো. মুছা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত