Friday, May 3, 2024

সাতক্ষীরা মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন

- Advertisement -

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরীর বিরুদ্ধে ঔষধ কেনার ৭ কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ভূমিহীন সমিতির আয়োজনে রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী। বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিকসহ অন্যরা। বক্তারা বলেন, ডা: শীতল চৌধুরি ঠিকমত অফিস করেন না। হাসপাতালের ঔষধ কেনার ৭ কোটি আত্মসাত করেছেন। প্রতি মাসে কর্মচারীদের বেতনের থেকেও কমিশন গ্রহণ করে। ফলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত