Monday, April 29, 2024

৯৯৯-এ ফোন করে শিশুসহ উদ্ধার পেলেন ১৫জন

- Advertisement -

জাতীয় জরুরি নম্বর ৯৯৯এর কল পেয়ে নাগরদোলানায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়।

রবিবার (৩ মার্চ) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে রাজীব নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে রয়েছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে।

আনোয়ার সাত্তার বলেন,খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানানো হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ জন শিশু, তিন জন নারী এবং দুই জন পুরুষসহ মোট ১৫ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রাতদিন-সংবাদ:-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত