Friday, May 3, 2024

জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না: হুইপ মাশরাফি

- Advertisement -

হাফিজুল নিলু : জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নড়াইল সদর হাসপাতালে রোগীর চাপ কমাতে ২৫০ বেডের নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে হাসপাতালে ১০০ শয্যা থাকলেও রোগীর সংখ্যা প্রায়শই ৩০০ ছাড়িয়ে যায়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে মাশরাফি এসব কথা বলেন। তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মাশরাফি বলেন, “চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে, এটা সত্য। তবে আন্তরিকতার সাথে কাজ করলে এই সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব।”

তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সকলের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং বলেন, “হাসপাতালকে শুধুমাত্র চিকিৎসক ও স্টাফদের দায়িত্ব ভেবে নয়, বরং আমাদের সকলের নিজস্ব দায়িত্ব ভেবে ব্যবহার করা উচিত।”

মাশরাফি রোগীদের ওষুধ ও অন্যান্য মৌলিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

এই পরিদর্শনের ফলে নড়াইল সদর হাসপাতালে রোগীদের চাপ কমাতে এবং সেবা উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যায়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত