Friday, May 17, 2024

শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,আহত ১০

- Advertisement -

মাগুরা প্রতিনিধি :– মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ও শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় রাজন গ্রুপের লোকজন নবগ্রাম বাজারে খেলাফত বিশ্বাসে দোকানের সামনে মোটরসাইকেল মার্কার একটি অফিস উদ্বোধন করেন। কিছুক্ষণ পরে সংগ্রাম গ্রুপের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে মোটর সাইকেলের অফিসের সামনে এসে বিভিন্ন ধরনের উস্কানীমূলক মন্তব্য করেন। তখন উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সংগ্রাম তথা গয়েশপুর ইউপি চেয়ারম্যান হালিম গ্রুপের লোকজন শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের মটরসাইকেল মার্কার অফিস ভাংচুর করেন। পরবর্তীতে রাজন গ্রুপের সমর্থকেরা একত্রিত হয়ে সংগ্রাম তথা হালিম চেয়ারম্যানের সমর্থকদের ঘিরে ফেললে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই মারধরসহ ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর করেন। উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ফিরুজ মণ্ডল (৪০), মুক্তার হোসেন (৩৮)সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দ্বারিয়াপুর) চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।যে কোনো সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকায় আতংক বিরাজ করছে।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজন (২৭), আনোয়ার (২৪), ছিদ্দিক (৫৬), সঞ্চয়কে (৩২) আটক করে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। ভাংচুর হওয়া ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত