Friday, May 3, 2024

মণিরামপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -

মণিরামপুর প্রতিনিধি- পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান-শ্লোগানকে সামনে নিয়ে মণিরামপুরে পাট চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়ালের সঞ্চালনায় রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন পাটবীজ অধিদপ্তরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ শারমিন ও অজয় কুমার বিশ্বাস, পাট অধিদপ্তরেরর কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, পাটচাষী মুক্তিযোদ্ধা হেরমত আলী, মনিরুজ্জামান প্রমূখ। উপজেলার অন্ততঃ ২০০জন পাটচাষী এ কর্মশালায় অংশ গ্রহণ করে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত