Monday, April 29, 2024

পাইকগাছায় ২৪টি মিশনে বড়দিন উদযাপিত

- Advertisement -

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। উপজেলার মোট ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হয়েছে।বড়দিন উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ক্যাথলিক, ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান স্বরূপ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বড়দিন উপলক্ষে মিশন গুলোর আলোক সজ্জা চোখে পড়ার মতো।তাছাড়া মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা ও সেজেছে রঙিন সাজে।উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশি সকল খ্রীষ্টান ধর্মালম্বী। উল্লেখ্য ২৫ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার শংকর মার্টিন মন্ডল। সকাল ৮টায় খ্রীষ্টযাগ পৌরহিত্য,সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,রাত ৮ টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ,প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু।উপস্থিত ছিলেন,মিশন মাস্টার আনন্দ মন্ডল,উদযাপন কমিটির সহ-সভাপতি যোহন সরদার,সম্পাদক সেবাষ্টিন মাখাল, সহ-সম্পাদক অমর বৈরাগী, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার ও মিনা মন্ডল।বড়দিন উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

রাতদিন ডেস্ক/জয়-০৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত