Sunday, April 28, 2024

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় হতে পারে

- Advertisement -

সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পরবর্তী সময়ে আরও ঘনীভূত হতে পারে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, এ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর্যায় অতিক্রম করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি উপকূল অতিক্রম করলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।

এদিকে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার এবং মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত