Monday, April 29, 2024

খুলনায় প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ, উত্তেজনা

- Advertisement -

খুলনা-৩ আসনের বর্তমান এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।
এদিকে, সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা দলের কেউ নন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, সন্ধ্যায় ওই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত