Friday, May 10, 2024

আজ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ

- Advertisement -

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ থেকে টানা পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতে দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চারদিন ছুটি থাকায় এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আজ থেকে টানা পাঁচদিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে।

আজ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মাজরিহা জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত