Friday, May 3, 2024

দেশের বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Advertisement -

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাঙচুর প্রতিবাদে দূর্গা পূজার ছুটি তিন দিনের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে শহরের মিনি মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়।

উক্ত সমাবেশে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস সোনা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শীদাম দে, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সদর উপজেলা আহবায়ক অরবিন্দ কর্মকার,পৌর আহবায়ক বাধন ঘোষ,সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ঐক্য পরিষদের সভাপতি রাজেশ দেবনাথ,সরকারি কলেজের সভাপতি রিপন মন্ডল সহ আরো অনেকে।

এসময় বক্তব্য বলেন, মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় সংসদ মৃনাল কান্তি দাষকে মালাউন বলে গালিগালাজ কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা এবং বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলার তীব্র নিন্দা ও প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ছুটি তিন দিনের দাবি জানান।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত