Saturday, May 11, 2024

সাতক্ষীরায় প্রথম আলোর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শহরের লেকভিউ রিসোর্ট চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জেলার বিভিন্ন অঞ্চল থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পদচারনায় পুরো লেকভিউ চত্বর মুখোরিত হয়ে ওঠে। বন্ধু সহপাঠিরা গল্প , আড্ডা ও উচ্ছ্বাসে মেতে ওঠে। অনুষ্ঠানে জেলার ১ হাজার ৩৩ জন কৃতি শিক্ষার্থী অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্টান। পরে শিক্ষার্থদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।
প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বক্তব্য রাখেন প্রফেসর ড. দীলারা বেগম, কবি ও সাহিত্যিক অধ্যাপক শুভ্র আহমেদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস ও অন্যান্য উপহার সামগ্রি তুলে দেয়া হয়। পরে স্থানীয় দিপালোক একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর কে-০৭
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত