Friday, April 26, 2024

শ্রীপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত

- Advertisement -

তাছিন জামান, মাগুরা: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শনিবার মাগুরার শ্রীপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদের শ্রদ্ধান্তে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু প্রমুখ। এসমঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বে-সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত