Saturday, April 27, 2024

সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় ৫শ’পর্যটক

- Advertisement -

বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসার। যেকারণে বন্ধ রয়েছে জাহাজ চলাচল। এরফলে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে চলছে না জাহাজ। যেকারণে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া ৫শ’র কাছাকাছি পর্যটক আটকা পড়েছেন। আজ রোববার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহওয়াবিদ আবদুর রহমান বলেন-“মৌসুমী আবহাওয়ার কারণে বৈরী পরিবেশ সৃষ্টি হলেও কোনো সংকেত নেই। তবে আগামী তিনদিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

ইউএনও কামরুজ্জামান বলেন, “আবহাওয়া পরিস্থিতির কারণে রোববার সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

যেসব পর্যটক সেন্ট মার্টিন যেতে টিকিট নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে বলে জানান ইউএনও।

ইউএনও আরও বলেন, পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।

রাতদিন ডেস্ক/এমএইচ-০৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত