Friday, April 26, 2024

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো চলমান। এর মধ্যেই তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন তিনেক পর আগামী ১৮ মার্চ আইরিশদের মুখোমুখি হবে টিম টাইগার্স।

এদিকে, আজ (শনিবার) আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। যা মাঠে গড়াবে সকাল দশটা থেকে।

ওয়ানডে সিরিজ

তারিখম্যাচসময়ভেন্যু
১৮ মার্চপ্রথম ওয়ানডেদুপুর ২টাসিলেট
২০ মার্চদ্বিতীয় ওয়ানডেদুপুর ২টাসিলেট
২৩ মার্চতৃতীয় ওয়ানডেদুপুর আড়াইটাসিলেট

টি-টোয়েন্টি সিরিজ

তারিখম্যাচসময়ভেন্যু
২৭ মার্চপ্রথম টি-টোয়েন্টিদুপুর ২টাচট্টগ্রাম
২৯ মার্চদ্বিতীয় টি-টোয়েন্টিদুপুর ২টাচট্টগ্রাম
৩১ মার্চতৃতীয় টি-টোয়েন্টিদুপুর ২টাচট্টগ্রাম

অনলান ডেস্ক/আর কে-১৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত