Friday, April 26, 2024

খুলনায় বেড়েছে অপরাধ, পুলিশের দাবি আগের তুলনায় ভালো

- Advertisement -

খুলনায় হঠাৎ করেই অপরাধপ্রবণতা বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের পরিসংখ্যান বলছে, জেলার ১৭ থানায় ২৮টি মামলা বেশি হয়েছে। ওই বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে অপরাধের ঘটনা ঘটেছে বেশি। এর আগে সেপ্টেম্বর মাসেও আগস্টের তুলনায় ২৭টি মামলা বেশি হয়েছিল। তবে অক্টোবর ও নভেম্বর মাসে তুলনামূলক মামলা রেকর্ড হয়েছে কম।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, বিগত বছরগুলোর চেয়ে জেলায় অপরাধপ্রবণতা কমে এসেছে। ধীরে-ধীরে এই অবস্থার আরও উন্নতির আশা করছেন তারা।

পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে, খুলনায় গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পাঁচটি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের মধ্যে তিনটির রহস্য উদঘাটন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, বন্ধুসুলভ আচরণ, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করায় অপরাধ কর্মকাণ্ড কমেছে। ফলে ১৭টি থানায় মামলার পরিমাণ কমে আসছিল। কিন্তু ডিসেম্বর মাসে এসে অপরাধপ্রবণতা বেড়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের সভা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন বিগত মাসে জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তুলে ধরেন। জেলায় গত ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা হয়েছে; যা নভেম্বর মাসে হওয়া মামলার চেয়ে চারটি বেশি। মহানগরীতে ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা হয়েছে; যা নভেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৪টি বেশি।

সোনাডাঙ্গা-থানাসোনাডাঙ্গা থানা

অপরাধ দমনে পুলিশ সজাগ রয়েছে জানিয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, ‘পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের মতো খুলনাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। মাদক সংক্রান্ত অপরাধ, চুরি-ডাকাতি, ছিনতাই, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনে পাড়া-মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে দিনে ও রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।’

মাদকের বিস্তাররোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে কঠোর অবস্থানে থাকতে হবে জানিয়ে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক দূর করা সম্ভব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকসহ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় কিশোর অপরাধ দমনে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকা প্রয়োজন।’

আইনশৃঙ্খলা কমিটির গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের প্রতিবেদন থেকে জানা গেছে, জেলায় গত নভেম্বর মাসে ১৪৫টি মামলা দায়ের হয়; যা গত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৫টি কম। মহানগরীতে নভেম্বর মাসে ১২৫টি মামলা হয়েছে; যা গত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে আটটি কম। জেলায় গত অক্টোবর মাসে ১৬০টি মামলা দায়ের হয়েছে; যা সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩৮টি কম। মহানগরীতে অক্টোবর মাসে ১৩৩টি মামলা দায়ের হয়; যা সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৫টি কম। জেলায় গত সেপ্টেম্বর মাসে ১৯৮টি মামলা দায়ের হয়; যা আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। মহানগরীতে সেপ্টেম্বর মাসে ১৪৮টি মামলা হয়েছে; যা আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৪টি বেশি।

জেলা পুলিশ জানায়, গত সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তিন মাসে জেলায় পাঁচটি খুন, ১৩টি ধর্ষণ, ৪২টি নারী ও শিশু নির্যাতন এবং একটি দস্যুতার ঘটনা ঘটেছে। পাঁচটি খুনের ঘটনা ঘটে ফুলতলা, রূপসা, বটিয়াঘাটা, দিঘলিয়া ও তেরখাদা থানা এলাকায়। একটি দস্যুতার ঘটনা ঘটে তেরখাদা থানা এলাকায়। এছাড়া ১৩টি ধর্ষণের মধ্যে রূপসায় একটি, বটিয়াঘাটায় তিনটি, ফুলতলায় একটি, ডুমুরিয়ায় চারটি, পাইকগাছা ও কয়রায় একটি করে ঘটনা ঘটেছে।

পাশাপাশি ৪২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনার মধ্যে রূপসায় আটটি, বটিয়াঘাটায় সাতটি, তেরখাদায় একটি, দিঘলিয়ায় দুটি, ফুলতলায় ছয়টি, ডুমুরিয়ায় ৯টি, দাকোপে তিনটি, পাইকগাছায় চারটি ও কয়রায় দুটি করে ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার বলেন, ‘পুলিশের তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ও প্রযুক্তির সফল ব্যবহারের ফলে গত তিন মাসে পাঁচটি খুনের মধ্যে বটিয়াঘাটা, দিঘলিয়া ও তেরখাদার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। পাশাপাশি তেরখাদার দস্যুতার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে।’

তেরখাদায় দস্যুতার মামলার প্রসঙ্গে তেরখাদা থানার ওসি জহিরুল আলমের ভাষ্য, ‘তেরখাদায় দেনা-পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক নারী জখম হন। একদিন পর ওই নারী হাসপাতালে চিকিৎসা নেন। পরে বোনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। রাশিদার মৃত্যুর পর আসামিরা আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাভার থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডে ব্যবহার করা লাঠি জব্দ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষায় রয়েছি। প্রতিবেদন পেলে আদালতে চার্জশিট দিতে পারবো।’

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘আগের তুলনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।’

ডিসেম্বর মাসে জেলায় ১৮০টি মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘গত ডিসেম্বর মাসে জেলায় ১৮০টি মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ২৪টি অভিযানে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের পাশাপাশি ছয় হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৭৫৮ গ্রাম গাঁজা, ১৮২ পিস ইয়াবা, ১৬০ বোতল ফেনসিডিল, পাঁচ লিটার অ্যালকোহল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

হরিণহাটা-থানা২হরিণহাটা থানা

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। নভেম্বর মাসে জেলায় ১৪১টি মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৬৭ জনকে আসামি করে ১২৯টি মামলা করা হয়েছে। এ সময় ১৮ কেজি ২৬ গ্রাম গাঁজা, দুটি গাঁজার গাছ, চার হাজার ৬৫৫ পিস ইয়াবা, ২৭০ বোতল ফেনসিডিল, পাঁচ লিটার অ্যালকোহল, তিন গ্রাম হেরোইন ও দুই বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক হাসনা হেনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিসেম্বরে জেলার চারটি উপজেলায় পাঁচটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। নভেম্বর মাসে চারটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে নভেম্বর ও ডিসেম্বর মাসে ১৯টি করে উঠান বৈঠক করা হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় মাদক, ইয়াবা ও ফেনসিডিল সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া সব ওয়ার্ডে বিট পুলিশের কার্যক্রম চলমান আছে।’

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত