Wednesday, May 8, 2024

যশোর হাইটেকপার্ক কোম্পানীর ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

- Advertisement -

প্রতারনার মাধ্যমে শহরের পালবাড়ি মিনিস্টার হাইটেকপার্ক লিঃ কোম্পানীর ৩২ লাখ টাকা আতœসাতের অভিযোগে কর্মচারির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মিনিস্টার হাইটেকপার্ক লিঃ যশোর সদরের এরিয়ার ডিভিশনাল ম্যানেজার মালিক সেলিম আক্তার শুক্রবার মামলা করেন। মালিক সেলিম আক্তার শহরের ষষ্ঠীতলা পুকুরপাড়ের শওকত আলী মল্লিকের ছেলে। আসামি জয়ন্ত ভট্টচার্জ বড় ভেকুটিয়া গ্রামের জয়দেব ভট্টচার্জের ছেলে
মামলায় উল্লেখ করেন, জয়ন্ত শো রুমে কর্মরত থাকাকালিন ২১ সালের ১ জুনের পর থেকে ২২ সালের ৩০ জুনের মধ্যে কোম্পানির নিয়মকানুন ঠিকমতো পালন না করে বিভিন্ন রকম অনিয়ম করে আসছিলো। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় সার্বিক বিষয় পর্যলোচনা করে শোরুমে অডিট করা হয়। অডিটে দেখা যায় জয়ন্ত প্রায় সময় ভূয়া ডিলার নিয়োগ করে নিজের নামে ভূয়া কিস্তিকার্ড তৈরি করে ইচ্ছামতো টাকা আতœসাত করে। ডিলারের নিকট থেকে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে কোম্পানিতে জমা দেয় না। একপর্যায়ে হিসাব নিকাশ করে দেখা যায় কোম্পানির মোট ৩২ লাখ ৫৭ হাজার ৪৯ টাকার হিসাব না দিয়ে জয়ন্ত আতœসাত করে। এ টাকা ফেরত চাইলে জয়ন্ত তালবাহানা করে। পহেলা ডিসেম্বর আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে অস্বীকার করায় বাদী মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত