Friday, May 3, 2024

আজ দুপুরে ‘মধুমতি সেতু’র উদ্বোধন

- Advertisement -

নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলবাসির দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা লোহাগড়া উপজেলার কালনা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাঝে অবস্থিত মধুমতি নদীর ওপর সদ্য নির্মিত ‘মধুমতি সেতু’র উদ্বোধন করা হবে  সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় । দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই সেতুতে সব ধরনের যানবাহন চলাচল করবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। কালনা সেতু নামে অধিক পরিচিত সেতুটির নতূন নাম করণ করা হয়েছে ‘মধুমতি সেতু’ । কাল সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী একই সঙ্গে ‘মধুমতি সেতু’র পাশাপাশি নারায়ণগঞ্জের ‘শীতলক্ষ্যা সেতু’ দুপুর সাড়ে ১২টায় উদ্বোধন করবেন । প্রকল্প ব্যবস্থাপক নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, গত আগস্টে কালনা সেতুর মূল কাজ শেষ করা হয়েছে। সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর বাকি কাজ উদ্বোধনের আগেই শেষ হয়ে যাবে। এছাড়া মূল সেতু ও সংযোগ সড়কের সব ধরনের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক সেতুটি উদ্ধোধনের তারিখ ঘোষণার অপেক্ষায় ছিলেন সেতু কর্তৃপক্ষসহ নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসি। অপেক্ষায় ছিলেন যাত্রীবাহী পরিবহনসহ অন্যান্য যানবাহন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ২২ সেপ্টেম্বর নির্মানাধীন সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন। তারিখ ও সময় নির্ধারণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে অক্টোবরের যে কোনো দিন সেতুটি উদ্বোধন করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে ‘মধুমতি সেতু’র ওপর দিয়ে যানবাহন চলাচলের টোল হার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় ট্রেইলার ৫৬৫টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রে-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটর সাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান ও বাইসাইকেল পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। টোল আদায়ের জন্য এখনও ডিজিটাল পদ্ধতি প্রস্তুত হয়নি। এজন্য প্রায় একমাস সময় লাগবে। আপাতত: উদ্বোধনের পর ম্যানুয়্যাল পদ্ধতিতে টোল আদায় করা হবে। পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ের কাজ সম্পন্ন হলে অপারেটরের মাধ্যমে টোল আদায় হবে। মধুমতি দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। এদিকে, যশোরের মনিহার সিনেমা হল চত্বর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক অপ্রশস্ত থাকায় মধুমতি সেতু চালু হয়ে এ সড়কে যানবাহনের চাপ সামাল দেয়া অনেক কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চালক ও যাত্রীসাধারণ। যদিও ১৮ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুট করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। এ লক্ষ্যে সড়কের দুই পাশে গাছকাটা শেষ পর্যায়ে থাকলেও প্রশস্তকরণের কাজ এখনো শুরু হয়নি।

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ ও মাহফুজুল ইসলাম মন্নু, নড়াইল থেকে

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত