Saturday, April 27, 2024

যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisement -

যশোর অফিস দুঃশাসনকে হটিয়ে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভেীমত্ব রক্ষা ও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দৃপ্ত শপথে যশোরে বিএনপি দলটির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়ে হলেও ফ্যাসিবাদী শক্তিকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনআশাল্লাহ। আজ বিএনপির নেতৃত্বে দেশব্যাপী সমগ্র জনগণ ঐক্যবদ্ধ। তখন এই কতৃত্বাদী সরকার তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে জনগণের আন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসী এবং তাদের অনুুগত প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। আওয়ামীলীগ দিন বদলের কথা বলে ক্ষমতায় এসে তাদের মনের বদল ঘটাতে পারেনি। যে কারণে তারা প্রতিনিয়ত দেশের ভিন্ন মতকে দমন পীড়নসহ হত্যার মিশনে ব্যস্ত রয়েছে। আজ যখন দেশ ব্যাপী বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে তখন নেত্রকোণায় এবং নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে দুই দুটি তাজা প্রাণ ঝরে গেল। আজকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনগণ বিএনপির নেতৃত্বে রাজপথে নেমে এসেছে । রাজপথে জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধূরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন প্রমুখ। পরে দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত