যশোর অফিস:
গোসল করার সময় অসাবধানতাবশত মেহগনি গাছের ডাল মাথায় পড়ে আবু সাঈদ মোল্লা (৫৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
নিহত আবু সাঈদ মোল্লা যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে বাসিন্দা। নিজ বসতবাড়িতে বৃহস্পতিবার (১৩মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার বসতবাড়িতে টিউবওয়েলে গোসল করার সময় নিজের মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রাতদিন সংবাদ