Monday, April 29, 2024

ইরানের কাছেও বড় হার বাংলাদেশের মেয়েদের

- Advertisement -

জর্ডানের পর ইরানের কাছেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বুধবার তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরান ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এক প্রকার অসহায় আত্মসমর্পণই করেছেন সাবিনা-কৃষ্ণারা। এএফসি এশিয়ান কাপ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জি-গ্রুপে দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছেন সাবিনা খাতুনরা। ম্যাচের শুরু থেকেই ইরানের আক্রমণে ব্যতিব্যস্ত থাকতে দেখা যায় লাল সবুজের ডিফেন্ডারদের। ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ প্রথম গোল হজম করে। ফ্রি কিক থেকে ইরানের ডিফেন্ডার মেলিকা মতিভাল্লির মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। ম্যাচের ১৪ মিনিটে ইরানের আরেক ডিফেন্ডার গুলনুশ খুশরাভি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অহেতুক হাত দিয়ে বল থামিয়ে মিশরাত জাহান পেনাল্টি ‘উপহার’ দেন ইরানকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে স্পট কিক থেকে মিডফিল্ডার বেহেনাজ তাহেরখানি করেন ইরানের তৃতীয় গোল। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে ইরান। ৫৫ মিনিটে ফরোয়ার্ড হাজার দাব্বারঘির জোরালো শট ক্রসবারে লেগে জাল স্পর্শ করে। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৫-০ করেন বেহেনাজ।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত