Friday, May 3, 2024

প্রতিবন্ধী ভিক্ষুকের পাওনা টাকা আদায় করে দিলেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন

- Advertisement -

বাঘারপাড়া প্রতিনিধি : ‘পুলিশ জনতার বন্ধু’ কথাটির যথার্থ প্রমাণ দিলেন যশোরের বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন। প্রতিবন্ধী এক ভিক্ষুকের পাওনা টাকা আদায় করে দিয়ে প্রসংশায় ভাসছেন তিনি।ভিক্ষুক সাখাওয়াত হোসেনের বাড়ি উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামে। প্রতিবন্ধী ভিক্ষুক সাখাওয়াত হোসেন বাড়ির পাশে এক টুকরা জমি কিনতে এক প্রতারকের খপ্পরে পড়েন। তিলে তিলে জমানো ভিক্ষার টাকা প্রতারক ঘর জামাই ইউসুপ আলীর কাছে দেয় জমি কিনতে। কিন্তু দিনের পর দিন হয়রানির শিকার হয়ে চলেছেন ভিক্ষুক সাখাওয়াত। কয়েক বছর পার হলেও জমি দেয়নি প্রতারক ইউসুপ আলী। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী সাখাওয়াত হোসেন নিরাশা হয়ে বুকে আশা বেঁধে বাঘারপাড়া থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শুরু হয় ওসির তদন্ত। অভিযোগের সত্যতা পেয়ে প্রসংশনীয় পদক্ষেপ নেয় বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। অভিযোগ সুত্রে জানা যায়, এক পর্যায়ে সোমবার ফোর্স পাঠিয়ে থানায় ডেকে আনা হয় অভিযুক্ত প্রতারক ইউসুপ আলীকে। দেন তিনদিনের আল্টিমেটাম। বৃহস্পতিবার বিকালে ইউসুপ আলী থানায় নিজে এসে ওসি ফিরোজ উদ্দীনের হাতে টাকা তুলে দেন। পরবর্তীতে ভুক্তভোগী ভিক্ষুক সাখাওয়াত হোসেনকে থানায় ডেকে এনে তার পাওনা টাকা তুলে দেন ওসি ফিরোজ। ভুক্তভোগী ভিক্ষুক সাখাওয়াত হোসেন জানান, প্রতারক ইউসুপ আলী (৫৫) শ্রীরামপুরে বিয়ে করে দীর্ঘদিন যাবৎ শশুর মৃত মোকছেদ আলী সরদারের বাড়িতে থাকেন। প্রায় ৩ বছর হলো জমি দেওয়ার নামে আমার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেয়। কিন্তু জমি লিখে দেওয়ার কথা বললে দিনের পর দিন দেয়। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে সে নানা ধরণের তালবাহানা করতে থাকে। পরে বাঘারপাড়া থানায় এসে অভিযোগ করলে ওসি ফিরোজ উদ্দীন আমার পাওনা টাকা আদায় করে দেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, অভিযুক্ত ইউসুপ আলীকে গ্রামে সবাই প্রতারক বললে এক নামেই চেনে। অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক সাখাওয়াত হোসেনের অভিযোগ যাচাই করে সত্যতা পায়। অভিযুক্ত ইউসুপ আলীকে থানায় ডেকে আনা হয়।  ৩ দিনের মধ্যে সে পাওনা টাকা পরিশোধ করেন। সবশেষে ওসি ফিরোজ উদ্দীন বলেন, ‘পুলিশ জনতার বন্ধু’ কথাটা যেন শুধু প্রবাদ হয়ে না থাকে তা যেন বাস্তবায়িত হয়। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত