Friday, May 10, 2024

কেশবপুরে বিরল প্রজাতির মাছ দেখতে ভিড়

- Advertisement -

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। বুধবার সকালে এ বিরল প্রজাতির মাছ বাজারের একতা ফিসের আড়তে আনা হয়। পটুয়াখালির কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছ বিক্রির জন্য কেশবপুরের মাছ ব্যবসায়ী নফর গাজীর কাছে পাঠিয়েছেন।
মাছ বাজারের ব্যবসায়ী উপজেলার কুশলদিয়া গ্রামের নফর গাজী বলেন, কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার জেলেদের জালে ওই গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের ও দুই ফুট প্রস্থের এই মাছটির ওজন হয়েছে ৩২ কেজি। গোলপাতা মাছটি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক মেম্বর সবেদ আলীর কাছে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
কেশবপুর মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ আসলেও এত বড় মাছ আগে কেউ দেখেনি। এজন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছিল।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।

কেশবপুর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত