Sunday, April 28, 2024

কেশবপুরে যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ২০

- Advertisement -

জাকির হোসেন,(যশোর)কেশবপুরঃ ঢাকা থেকে একটি নৈশকোচ ফেরার পথে কেশবপুরে তালতলা এলাকায় পাইকগাছা গামী কিংফিশার পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়ীটি। এতে ২০জন আহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা -ব-১৩-১৫৬৮ পরিবহন ২০/২২জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের মধ্যে উল্টে পড়লে তালতলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি ফেরার পথে বাসটি উল্টে যেতে দেখেন। এসময় কিছু মুসল্লিরা ঘটনাস্থানে ছুটে যান আর একজন মুসল্লী মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীদের এগিয়ে আসতে বলেন দুর্ঘনার কবলিত স্থান থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য। ১০থেকে ১২ জন যুবকেরা খালে পড়ে যাওয়া বাসটি থেকে অধেকের বেশি যাত্রীদের উদ্ধার করে। প্রাথমিক পর্যায়ে স্থানীয় ব্যক্তিরা গাড়ীর ভিতর থেকে যাত্রীদেরকে উদ্ধার করে। এরপর খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ, কেশবপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের যশোরে,মনিরামপুরে ও খুলনার ডুবুরী টিমসহ মোট ৩টি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পর্যবেক্ষণ করা সহ খাল থেকে বাসটিকে উঠানোর ব্যবস্থা করেন। এ দুর্ঘটনায় ৪জন মহিলা ২জন পুরুষ ও যশোর বাস মালিক সমিতির -২২৭ এর ৫জন শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দুইজন মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আর বাকি দুইজন মহিলাকে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। যশোর মালিক সমিতির পাঁচজন তারা আহত অবস্থায় নিজ নিজ বাড়িতে চলে যায়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত