Sunday, April 28, 2024

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

- Advertisement -

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ  যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সকালেই শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামিলীগ  ও অঙ্গ সহযোগী সংগঠন পৃথকভাবে আলোচনা সভা ও মিলাদের আয়োজন করে।
১৫আগস্ট সকাল আটটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় চত্বরে   বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ মল্লিক, কেশবপুর থানার পক্ষে ওসি বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা  আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন , পৌর আওয়ামী লীগের পক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম,  পৌরসভার পক্ষে  মেয়র রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহাফিল, চিত্রাঙ্কন, রচনা ও ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,  যুব ঋণ প্রদান উপজেলা নির্বাহি কর্মকর্তা এমএম আরাফাত হোসেন,উপজেলা কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সহ প্রমূখ।দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন গ্রামে গণভোজের আয়োজন করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত