Friday, May 3, 2024

নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন!

- Advertisement -

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন গত দুই দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে, বন-বিভাগের দাবি হঠাৎ বৃষ্টি ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

জানা যায়, দুই দিন পর ঘটনাস্থলে আসেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মো. জয়নাল আবেদীন । এছাড়া আগুনের রহস্য জানতে, শরণখোলা রেঞ্জের তাকে প্রধান এবং চাঁদপাইরেঞ্জের এসিএফ মো. এনামুল হক ও ধান সাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলামসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। ওই কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে আগুন লাগার মূল কারণ জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিভাগীয় বন-কর্মকর্তা (ডিএফও) মোহম্মদ বেলায়েত হোসেন জানান, বনের ওই এলাকার আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে । তবে, কিছু কিছু স্থান থেকে এখনো ধোয়া উড়তে দেখা যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা পানি সরবারহের কাজ অব্যাহত রেখেছে। তবে, ফায়ার সার্ভিসের শরণখোলা ইউনিটের ইনচার্জ মো. আ. ছাত্তার হোসেন অগ্নিকাণ্ড এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৪টায় মুঠোফোনে বলেন,  এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি । তবে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কখন নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সোমবার সকাল অনুমান পৌনে ১০টার দিকে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী দাসের ভারানি এলাকায় ধোয়া উড়তে দেখে বনরক্ষীদের খবর দেন  স্থানীয়রা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত