Friday, May 3, 2024

বেনাপোল সীমান্তে প্রায় কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

- Advertisement -

বেনাপোল প্রতিনিধি: শার্শায় ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার অগ্রভূলোট সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রানা বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আব্দুল গফফারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অগ্রভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে রানা হামিদকে আটক করেন। তাকে তল্লাশ করে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।
২১ বর্ডার গার্ড খুলনার অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, শার্শার অগ্রভূলোট সীমান্ত থেকে রানা হামিদ নামে এক সোনা চোরাচালানীকে আটক করা হয়েছে। সে যে ইজিবাইকে ছিল তা জব্দ করা হয়েছে।
তিনি জানান, আটক রানার কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার হয়েছে। যার ওজন এক কেজি সাতশ’ গ্রাম। এর আনুমানিক মূল্য ৯৩ লাখ ৯৪ হাজার নয়শ’ ৪৪ টাকা।
আটক রানাকে সোনা, ইজিবাইকসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান লে. কর্নেল মঞ্জুর-ই এলাহী।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত