Friday, May 3, 2024

বাঘাপাড়ার বিসমিল্লাহ সমবায় ও ঋণদান সমবায় সমিতিতে সুদের ব্যবসা! আদালতে মামলা

- Advertisement -

যশোর বাঘাপাড়ার বিসমিল্লাহ স য় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে এফডিআরের টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার সাইটখালী গ্রামের আব্দুল গফ্ফার মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি শহিদুল ইসলাম পাকের আলী গ্রামের মৃত দলিল উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি শহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা হওয়ায় আব্দুল গফ্ফার মোল্লার দীর্ঘ দিনের পরিচিত। শহিদুল ইসলাম বিসমিল্লাহ স য় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনিসমিতির মাধ্যমে সুদ বিহীন আত্মমানবতার সেবায় কাজ করেছে বলে জানান গফ্ফার মোল্লাকে। এরপর তিনি গফ্ফার মোল্লাকে তার সমিতিতে সুদ বিহীন অর্থ সুরক্ষিত রাখা ও চাওয়া সাথে সাথে টাকা ফেরত দেয়ার কথা বলে টাকা এফডিআর করতে বলেন। সভাপতি শহিদুল ইসলামের কথায় বিশ্বাস করে তিনি ২০১৪ সালের ১৯ আগস্ট তার স্ত্রীর নামে ৫ লাখ ও ২০১৫ সালের ৫ জানুয়ারি ৫ লাখ টাকা মেয়ের নামে এফডিআর করেন। এছাড়া স য়ের ৫২ হাজার ৬শ’ টাকাসহ মোট ১০ লাখ ৫২ হাজার ৬শ’টাকা এফডিআর করেন। পরে গফ্ফার মোল্লা জানতে পারেন সমিতি থেকে সুদে কারবার শুরু করেছ। এরপর তিনি তার এফডিআরের টাকা ফেরত চান সভাপতির কাছে। তিনি টাকা না দিয়ে ঘোরতে থাকেন। এক পর্যায়ে গত ১৫ মার্চ শহিদুলকে বাড়িতে ডেকে এনে টাকা ফেরত চাইলে তিনি টাকা দিবেননা বলে জানিয়ে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত