Saturday, May 4, 2024

হজে যেতে হলে নিতে হবে ভ্যাকসিন

- Advertisement -

এবার হজ পালনকারীদের জন্য করোনার ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে একটি সৌদি সংবাদপত্র।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এই বছরর পবিত্র হজে অংশ নেয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা ভ্যাকসিন নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়। মন্ত্রীর নির্দেশনা সম্বলিতক প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত ওই সংবাদে বলা হয়, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও আহ্বান জানান মন্ত্রী। হজ পালনকারীদের করোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটিও গঠনের নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ। যদিও এই বছরের জুলাই মাসে হজের অংশ নেয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়।করোনাভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।

অনলাইান ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত