Monday, May 6, 2024

বাঘারপাড়া পৌরসভা নিবার্চনে আবারও মেয়র হলেন কামরুজ্জামান বাচ্চু

- Advertisement -

আজম খাঁন,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই বাঘারপাড়া পৌর সভার নিবার্চন শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত নৌকা মাকার্র প্রার্থী কামরুজ্জামান বাচ্চু
৪’হাজার২শ’৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বদ্বী জগ প্রতীক (স্বতন্ত্র )আবু তাহের সিদ্দিকী
পেয়েছেন ১হাজার ১শ ৮ ভোট। বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আব্দুল হাই মনা পেয়েছেন ২শ ৭৪ ভোট। লাঙ্গল প্রতীকে নূর মোহাম্মদ ফকির পেয়েছেন মাত্র ২৮ভোট। ইসলামী আন্দোলন বাংলাদশ এর এনামুল হক
হাতপাখায় পেয়েছেন ২শ ৫২ ভোট। উপজেলা নিবার্হী অফিসার ও রিটার্নিং অফিসার তানিয়া আফরোজ এ তথ্য
নিশ্চিত করেছেন।এদিন ভোট গ্রহনের শুরুতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মত। সকাল ৯টায় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বাঘারপাড়া মহিলা আলিম মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মামুন আল আজাদ বলেন, এই ওয়ার্ডে মোট ৮৪১ ভোটার। সকাল আটটা থেকেই ভোটাররা কেন্েদ্র এসেছেন। ভোটাররা কোনরকম বাধা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়েছেন।বাঘারপাড়া পৌরসভায় নয়টি কেন্দ্রে মোট সাত হাজার ৪৯২ জন ভোটার। ভাটারদের মধ্যে নারী রয়েছেন তিনহাজার ৯৬০ জন এবং পুরুষ তিন হাজার ৫৩২ জন। এবারের অনুষ্ঠিত পৌর নিবার্চন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের কামরুজ্জামান বাচ্চু দ্বিতীয়বারের মত মেয়র নিবার্চিত হলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত